স্টাফ রিপোর্টার ঃ বিশ্বনবী হযরত মুহাম্মাদ মোস্তফা (সাঃ) এর সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ) জীবন ও কর্মের উপর আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল দুপুরে ফাউন্ডেশনের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা তিনি বলেন বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)। পবিত্র কুরআন হাদীসে উম্মুল মুমিনিন হিসাবে পরিচিত। তিনি শান্তির ধর্ম ইসলামের প্রসার ঘটানোর জন্য রাসূল (সাঃ) কে সহযোগিতা করেছেন। আমাদের মেয়েদের মা আয়েশার মত করে গড়ে তুলতে হবে। কন্যা সন্তানদের ইসলামী আদর্শ নৈতিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিতে হবে। তাদের ধর্মীয় নিয়মনীতি মেনে চলার জন্য উৎসাহিত করবেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান। এসময় ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় মা বোনেরা উপস্থিত ছিলেন।