এড. তপন কুমার দাস \ গতকাল সকাল দশটায় জেলা আইনজীবী সমিতির সামনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমার আগের সাতক্ষীরার জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান লিগ্যাল এইডের সেবা প্রান্তিক পর্যায়ে পৌছে দেওয়ার জন্য কাজ করে গেছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাঁর ধারাবাহিকতা বজায় রাখার জন্য চেষ্টা করব। তিনি আরো বলেন, অসহায়, হতদরিদ্র মানুষ যেন লিগ্যাল এইডের সেবা থেকে কেউ বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আজম, সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রেজা রশিদ, পিপি এড. মোঃ আব্দুল লতিফ, জিপি এড. শম্ভুনাথ সিংহ, প্রেসক্লাবের সভাপতি মোঃ মমতাজ আহমেদ বাপী, আরো বক্তব্য রাখেন প্যানেল আইনজীবী এড. রঘুনাথ মন্ডল, এড. খায়রুল বদিউজ্জামান, এড. শাহানাজ পারভীন মিলি, এনজিও সুশীলনের মোঃ মনিরুজ্জামান, উত্তরনের এড. মনিরউদ্দীন মনির, ব্রাকের হুমায়ুন কবীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মোঃ মনিরুল ইসলাম। এর আগে বেলুন এবং পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। বর্ণাঢ্য র্যালী আদালত ভবন সংলগ্ন রাস্তা এবং কোর্ট চত্বর প্রদক্ষিন শেষে জেলা আইনজীবী সমিতির সামনে শেষ হয়।