স্টাফ রিপোর্টার ঃ উৎসব মুখর পরিবেশে আলোর দ্রুতি ছড়িয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মেহাম্মদ হুমায়ুন কবির। স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে ধারন করে সকাল দশটায় সাতক্ষীরা শহরস্থ শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আনন্দ আয়োজনে বেলুন ফেস্টুন উড়িয়ে ফিতা কেটে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির অতিথিদের নিয়ে সপ্তাহ ব্যাপী ভূমি সপ্তাহের উদ্বোধন করছিলেন তখন ভূমিসেবা গ্রহীতা ভূমিব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট, মিডিয়া কর্মি সহবিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপুিস্থত ছিলেন। উদ্বোধন পরবর্তি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন জনসাধারন যেন কোন ভাবেই ভূমি সেবা পেতে হয়রানী না হয়এবং সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক তথা স্মার্ট ব্যবস্থাপনায় ভূমি সেবা প্রদান করা হবে। ভূমি সংক্রান্ত যে কোন সেবা, সমস্যা ও সম্ভাবনা স্টল হতে তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করা হবে। স্মার্ট ভূমি সেবা অনিয়ম, অব্যবস্থাপনা ও দালাল মুক্ত স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করছে। ভূমি সপ্তাহের আলোচনা সভায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল হাদি, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান,প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়অইব আহমদ, আরডিসি মহিউদ্দীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহান, নাভিল হোসেন তামিম, তাজুল ইসলাম, ইসতিয়াক আহমদ, আহসান হাবিব,সাইফুলইসলাম, দৃষ্টিপাত মফস্বল বার্তা সম্পাদক ও প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা কৃষি প্রকৌশলী হারুন অর রশিদ, সাতক্ষীরা পৌরভূমী উপসহকারী কর্মকর্তা মোস্তফা মনিরুজ্জামান, আলোচনাসভা পরিচালনা করেন শিল্পকলা সম্পাদক উদ্বোধন পরবর্তি জেলা প্রশাসক বিভিন্ন স্টল ঘুরেদেখেন। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।