স্টাফ রিপোর্টার ঃ সারাদেশের ন্যায় সাতক্ষীরায় এইচএসসি, আলিম, ভোকেশনাল ও বিএম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি সমমানের পরীক্ষা সরকারী নির্দেশনা অনুযায়ী আজ থেকে শুরু। জেলার ৭টি উপজেলার ৩৯টি পরীক্ষা কেন্দ্রে ১৭,৫৩৩ পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন। এর মধ্যে এইচএসসি ২৩ কেন্দ্র ১১,৩৮১ জন, বিএম পরীক্ষায় ৮ কেন্দ্র ৪,৫৫৮ জন, ভোকেশনাল ১টি কেন্দ্র ২২৩ জন, ও আলিম ৭টি কেন্দ্র ১৫৯৪ পরীক্ষার্থী অংশ গ্রহন করবেন। সাতক্ষীরা থেকে এইচএসসি পরীক্ষার্থী ৩৭৫২ জন, আলিম ৩৮৯ জন, বিএম ৮২৯ জন ও ভোকেশনাল ২২৩ জন। তালা এইচএসসি ১৩১৮, আলিম ১৫০, বিএম ১২৪১ জন। কালিগঞ্জ এইচএসসি ১৪৫৭, আলিম ১৬৩, বিএম ৪২৪ জন। কলারোয়া এইচএসসি ২০৭৬, আলিম ১২০, বিএম ৯২৩ জন। আশাশুনি এইচএসসি ১৫৪৭, বিএম ৪০১ ও আলিম ৩৮৯ জন পরীক্ষার্থী। দেবহাটা এইচএসসি ৬৩০, বিএম ২২১ জন। শ্যামনগর উপজেলার এইচএসসি ১৫৫০, বিএম ৫১৯ ও আলিম ৩৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহন করেছে জেলা প্রশাসন। পরীক্ষা চলাকালীন সময়ে পূর্বের নির্দেশনা বহাল থাকবে। পরীক্ষা কেন্দ্রে কারো বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।