স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত এক প্রাণী চিকিৎসকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ঐ বাসা থেকে প্রায় ৩২ ভরি স্বর্ণের অলংকার ও ১ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এঘটনাটি গত শুক্রবার রাতে সদরের জোগরাজপুর গ্রামেঘটে। ভূক্তভোগী প্রাণী চিকিৎসক ডা: আবুল কালাম জানান,রাত ২টায়পর কোন এক সময় ডাকাত দলের ৫ জন আমার ঘরের পিছনের গেট ভেঙ্গে শয়ন কক্ষে প্রবেশ করে। ঘরের মধ্যে লাইট জালিয়ে কথাবলতে বলতে তিনি সহ তার স্ত্রীর চোখ ও হাত বেধে ফেলে। পরের ডাকাত সদস্যরা বলে আমরা পেটের দায় এসেছি টাকা গহনা কোথায় বলেন। এক পর্যায়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে স্ত্রী বলেন উনি হার্ডের রোগী মারা যাবে। হাতমুখ বাধা অবস্থায় ঘরের মধ্যে আটকিয়ে রাখে। পাশের ঘরে টাকা ও গহনা কথা শুনামাত্র তারা ঐ ঘরের আলমারী ভেঙ্গে ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ৩২ ভরি স্বর্ণের অলংকার নিয়ে আযানের পূর্বে তারা বাড়ি থেকে চলে যায়। তিনি আরো বলেন ডাকাত দলের ৫ জনের মধ্যে ২ জনের বয়স একটু বেশি হলেও বাকি তিন জনের বয়স অনেক কম। এই ডাকাতের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থানে গিয়ে পর্যবেক্ষন করেছে। অভিযোগ পেয়েছি। এ ডাকাতের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।