মাছুদুর জামান সুমন/ মীর আবু বকর ঃ সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এতিমদের মাঝে পোশাক বিতরন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার হলরুমে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) উপস্থিত থেকে পোশাক বিতরন করেন। এ সময় তিনি বলেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। অনেক এতিম শিশু আছে যারা ঈদের আনন্দ ভোগ করতে পারেনা। এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য নতুন পোশাক বিতরন করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি মনে প্রানে এদেশের মানুষকে ভালবাসেন। আমরা তার দীর্ঘায়ূ কামনা করি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, পুলিশ পরিদর্শক (ডিএসবি সাতক্ষীরা) শেখ ইয়াছিন আলম চৌধুরী প্রমুখ। এছাড়া কাটিয়া মাঠপাড়া ও বাসটার্মিনাল এতিম খানার শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।