স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় এতিমদের সাথে ইফতার করলেন ব্যাংকার’স এসোসিয়েশনের কর্মকর্তারা। গতকাল সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ মোড়ে দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংকের এজিএম জিল্লুর রহমান। জনতা ব্যাংকের সুলতানপুর বাজার শাখার ম্যানেজার আব্দুর রহিম, প্রিন্সিপাল অফিসার মাগফুর রহমান,এসও মো: কামরুজ্জামান, আল আরাফাহ ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখার কবির উদ্দিন, দিদারুল আলম খান জনি, সোনালী ব্যাংক পারুলিয়া ম্যানেজার মনিরুল ইসলাম, সোনালী ব্যাংকের কর্মকর্তা জসিম উদ্দীন, জিএম আবুসায়েম, শেখ কামরুজ্জামান, অগ্রনী ব্যাংকের তাহারুল ইসলাম, আতিয়ার রহমান, তৌহিদুল তুহিন, ওয়ান ব্যাংকের আব্দুল ওহাব প্রমুখ। এছাড়া মাদরাসাতু দারুস সালাম এতিমখানা ও লিল্লাহ বোডিং এর এতিম খানা শিশুরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহাতামিম হাফেজ সাইফুল ইসলাম।