স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা এনএসআইয়ের গোপন তথ্যে ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ১৯৯ বস্তা চিনি জব্দ পূর্বক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে শহরের সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী হাজরা সাধুর গোডাউন থেকে এ চিনি জব্দ করা হয়। এনএস আই সূত্রে জানাগেছে, ভারত থেকে অবৈধ ভাবে ব্যবসায়ী হাজরা সাধু ঐ চিনি নিয়ে আসে। পরে ও চিনি (সুবাহ চিনি) নামে মোড়কজাত করে বিক্রয় করছিল। এনএসআইএর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামিম ভুইয়া ঐ গোডাউনে অভিযান চালিয়ে ১৯৯ বস্তা চিনি জব্দকরে। যার আনুমানিক মুল্য ১৩ লক্ষ ৩৩ হাজার ৩শত টাকা। একই সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ভাবে মজুদ রাখার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: মাজহারুল মিজবাহ, নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হাসান।