স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর থানার ওসি এসএম কাইয়ূম, কালের চিত্র পত্রিকার সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু আহমেদ, দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম। বক্তারা বলেন, এনটিভি একটি গুরুত্বপূর্ণ টিভি চ্যানেল। এনটিভি দেশের উন্নয়ন ও সমৃদ্ধি তুলে ধরে সংবাদ পরিবেশন করছে। এনটিভি সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভূমিকা প্রশংসনীয়। তিনি জেলার বিভিন্ন সমস্যা, অগ্রগতি দেশ ও জাতির মাঝে বাস্তব চিত্র তুলে ধরছেন। আমরা এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি এড. আবুল কালাম, সাবেক অধ্যক্ষ আনিছুর রহিম, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, ওয়ারেশ খান চৌধুরী, আশেক-ই-লাহী, মুক্তস্বাধীন সম্পাদক মো: আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, গোলাম সরোয়ার, আহসানুর রহমান রাজীব, আব্দুল জলিল, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, নারী নেত্রী জ্যোস্না দত্ত প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুলাহ কায়সার সুমন।