স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন সদর উপজেলা রাইচমিল মালিক সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে যান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। পরে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। পরে সংসদ সদস্য তাদের ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন রাইচমিল মালিক সমিতির জেলা সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গফফার, সদরের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী (মিন্টু চৌধুরী), সিনিয়র সহ-সভাপতি শেখ কামরুজ্জামান, সহ-সভাপতি আজিজ হাসান, সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, যুগ্ম সম্পাদক বিপুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ ইসলাম হোসেন, দপ্তর সম্পাদক এমদাদুল হক মিলন, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্য নুর ইসলাম, রাশেদুজ্জামান, মোঃ আবু সাঈদ, হাফিজুল ইসলাম।