বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

শিবপুর প্রতিনিধি : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ এর জাকজমকপূর্ণ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র আহবানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারে উন্নয়ন চিত্র তুলে ধরতে এবং মাদক থেকে যুব সমাজকে খেলার মাঠমুখী করতে বিনোদনের উদ্দেশ্যে এ ফুটবল টূর্নামেন্টের আয়োজন করেছি। সদরের ১৪টি ইউনিয়নে এ খেলা অনুষ্ঠিত হবে। মহান আল­াহর রহমতে সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ সেপ্টেম্বর এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ এর জাকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।” প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ কমিটির সমন্বয়কারী বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল প্রমুখ। প্রস্তুতি সভায় জানানো হয় চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ টাকা ও রানার্সআপ দল পাবে ৬০ হাজার টাকা। সেই সাথে সকল দলকে দেওয়া হবে প্রাইজমানি। আগামী ১৮ সেপ্টেম্বর এমপি রবি নক-আউট ফুটবল টূর্নামেন্ট-২০২২ এর জাকজমকপূর্ণ উদ্বোধনী খেলাসহ সকল খেলা উপভোগ করার জন্য এমপি রবি নক-আউট ফুটবল টূর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com