মীর আবু বকর ॥ বাংলাদেশ সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন সাতক্ষীরায় এলজিইডি বাস্তবায়নে নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেছেন। গতকাল সকাল সাড়ে ১০ টায় (আইএসইডি) সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন প্রথমে সদর উপজেলার কৈইখালী মাদ্রাসা হতে বউবাজার পর্যন্ত রাস্তার সার্বিক বিষয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে পর্যবেক্ষণ করেন। রাস্তা নির্মাণের সম্পর্কে প্রকৌশলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন। কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষটি প্রকাশ করেন। আগামীতে সকল কাজ গুলি সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রকৌশলীদের দিকনির্দেশনা প্রদান করেন। পরে শহরের অদূরে রইশপুর ব্রিজ পরিদর্শন করেন। ব্রিজটির কাজ কাজের অগ্রগতি দেখে তিনি ধন্যবাদ জানান। পাশাপাশি ব্রিজ দিয়ে জনগণ দ্রুত যেন চলাচল করতে পারে সে ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জাবেদ হোসন, সাতক্ষীরা উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াকুব আলী সহ সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। খুলনা-বাগেরহাট- সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (কে বি এস-আর আই ডি পি) এবং অনুর্ধ্ব ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্পের (উএইচবিপি) আওতায় বাস্তবায়িত সাতক্ষীরা সদর উপজেলার কৈইখালী মাদ্রাসা হতে বউবাজার পর্যন্ত, গাবা হাইস্কুল হতে ওপদা বেড়িবাঁধ সড়ক, শিকড়ে আক্কাস সরদারের পুকুর হতে শিকড়ে কামারবাড়ি মোড় পর্যন্ত রাস্তা, শহরের ঢাকা হতে ঘোনা ইউনিয়ন সংযোগ সড়কে রইচপুর ব্রিজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।