মীর আবু বকর ॥ সারাদেশের ন্যায় সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরিক্ষা শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীন ভোকেশনাল এসএসসি পরিক্ষা প্রথম দিন কোন অপ্রতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। তবে প্রথম দিনে বহিস্কারের খবর না থাকলেও অনুপস্থিত ছিল অনেক বেশি। জেলায় প্রথম দিনে অনুপস্থিত ২৬২ জন। এসএসসি ৯০, দাখিল ১৫৬, ও ভোকশেনাল ১৬ জন। এর মধ্যে সাতক্ষীরা সদরে এসএসসি ২৬ দাখিল ২৩ ভোকেশনাল ২ জন। কলারোয়া উপজেলায় এসএসসি ১৫, দাখিল ১৮ ও ভোকেশনাল ৭ জন। তালা উপজেলায় এসএসসি ১১, দাখিল ২১ ও ভোকেশনাল ১ জন। আশাশুনি উপজেলার এসএসসি ১৪, দাখিল ২৬ ও ভোকেশনাল ১ জন। কালিগঞ্জ উপজেলায় এসএসসি ১১, দাখিল ২৩ ও ভোকেশেনাল ১ জন, দেবহাটায় উপজেলায় এসএসসি ৩, দাখিল ১৫ ও ভোকেশনাল ২ জন। শ্যামনগর উপজেলায এসএসসি ১০, দাখিল ৩০ ও ভোকেশনাল ২ জন। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চি বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি কেন্দের বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে বলেন সুন্দর পরিবেশে পরিক্ষা হচ্ছে। এমনি ভাবে বাকি পরিক্ষা সম্পন্ন করতে হবে। নকল করে পরিক্ষা দেওয়ার সুযোগ নেই। কোন কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে। কেন্দ্রের নকলের অভিযোগ উঠলে বাতিল করা হবে। শিক্ষার্থীদের বই পড়ে কেন্দ্রে আসতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি আরো আন্তরিক হতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এসএম আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামিম ভুইয়া, সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, বোর্ডের প্রতিনিধি সহকারী অধ্যাপক ভৈরব চন্দ্র দাস, ট্যাগ অফিসার জিএম আজমল হোসেন।