মীর আবু বকর \ সারাদেশের ন্যায় সাতক্ষীরায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি সমমানের পরীক্ষা সম্পন্ন করেছে। বিগত সময়ের নিয়ম ছাড়া এবার ভিন্ন আঙ্গীকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বেলা ১১টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর পূর্বে যথাসময়ে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। সরকারী নির্দেশনা মেনে কেন্দ্র এলাকায় অন্যান্য কার্যক্রম চলছে। গতকাল প্রথম দিন জেলায় এসএসসি সমমানের পরীক্ষায় মোট অনুপস্থিত ৪৬০ পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি ১৯৩, দাখিল ২২৭ ও ভোকেশনাল ৪০ পরীক্ষার্থী। তবে ৪৬ কেন্দ্রের মধ্যে কোথাও কোন শিক্ষার্থীর বহিস্কারের খবর পাওয়া যায়নি। বেলা ১২টায় সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তিনি বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন। শিক্ষার্থীদের সাথে পরীক্ষার বিষয় নিয়ে কথা বলেন। কক্ষ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। বাকি পরীক্ষা গুলি এমনি ভাবে শেষ হবে আশা করছি। কক্ষে পরিদর্শকদের মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের প্রতি মনোনিবেশ করতে বলেছি। সকল নিয়ম মেনে পরীক্ষা হচ্ছে জেলায় কোন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সহায়তা করার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হল সচিব সমরোশ কুমার দাশ, হল সুপার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কেন্দ্রীয় সুপার ও লাবসা স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।