শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

সাতক্ষীরায় এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ ॥ বোর্ডের শীর্ষে সাতক্ষীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সারদেশের ন্যায় সাতক্ষীরায় এসএসসি দাখিল ভোকেশনাল সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বর্তমান সময়ে শিক্ষার্থীরা বাসায় থেকে মোবাইলের মাধ্যমে রেজাল্ট গ্রহন করেন। তবে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা ওয়েবসাইট থেকে ফল নামিয়ে নেন। বিগত বছরের ন্যায় সাতক্ষীরার শিক্ষার্থীরা এবারও ভালফল অর্জন করতে সক্ষম হয়েছে। এবার যশোর বোডের মধ্যে সাতক্ষীরা ফলাফল সকলের শীর্ষে। যশোর ফলাফল মধ্যে সাতক্ষীরা পাশেরহার ৯৬.১২%, সাতক্ষীরা অধিকাংশ প্রতিষ্ঠানে ফলাফল বিগত বছরের তুলনায় যথেষ্ট ভাল। এবার জেলার শীর্ষে সাতক্ষীরা সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন ২৫৬ জন। এরমধ্যে এ প্লাস পেয়েছে ১২৩, এ গ্রেড ৮৬, এমাইনাস ২৪, ব্ িগ্রেড ৫, সি গ্রেড ৭ জন। পাশের হার ৯৫.৭০%। সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২৭৪ জন। এরমধ্যে এ প্লাস ১৩১, এ গ্রেড ১০৫, এমাইনাস ১৬, সহবিভিন্ন গ্রেডে পাশ করেছে। পাশেরহার ৯৫.২৬%। বাকাল মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫০ জন। এরমধ্যে এপ্লাস ১২, এ গ্রেড ২৯, এমাইনাস ৬, বি গ্রেড ২, সি গ্রেড ১ জন। পাশের হার শতভাগ। আখড়াখোলা মুকুন্দপুর আলিম মাদ্রাসা এবার দাখিল পরীক্ষায় এ প্লাস ২, এ গ্রেড ১০, এ মাইনাস ১১, বি গ্রেড ৬, সিগ্রেড ৩ জন। মাহামুদপুর আমিনিয়া সিনিয়র আলিম মাদ্রাসার এবার ৩৯ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে এর মধ্যে এ গ্রেড ৮, এ মাইনাস ১৪, বিগ্রেড ৭, সিগ্রেডে উত্তীর্ণ হয়েছে। এখানে পাশের হার শতভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com