স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন স্বাস্থ্য সমগ্রী বিতরন করা হয়েছে। বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করুন, জীবন বাঁচাতে সহায়তা করুন এই শ্লোগানকে সামনে নিয়ে গতকাল সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা-৯৩ বন্ধু সংগঠনের আয়োজনে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি সাতক্ষীরার অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপঙ্কর কুমার বিশ্বাস, সাতক্ষীরা শিশু হাসপাতালের সাধাঃ সম্পাদক মালেহুজ্জামান খাঁন, ফ্রেন্ডশিপ হাসপাতালের কো-অর্ডিনেটর শাহিন আহমেদ। প্রধান অতিথি সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির হাতে ৮টি অক্সিজেন সিলিন্ডার, ৬টি ফলোমিটার, ৩টি ট্রলি, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির কাছে ৮ টি অক্সিজেন সিলিন্ডার, ৬টি ফলোমিটার, ৩টি ট্রলি, ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রতিনিধির কাছে ৮ টি অক্সিজেন সিলিন্ডার, ৮ টি ফলোমিটার, ৩টি ট্রলি এবং সাতক্ষীরা শিশু হাসপাতালের প্রতিনিধির কাছে ৫ টি অক্সিজেন সিলিন্ডার, ৫ টি ফলোমিটার, ৩টি ট্রলি বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৯৩ এর বন্ধু মোফাজ্জেল হোসেন, হাবিবুলাহ, আসাদুজ্জামান, সিরাজুল ইসলাম, হাসানুজ্জামান, কামররুজ্জামান, শোভন, শাহিন, আব্দুল হালিম, বখতিয়ার রহমান বকুল, মাসুদ বাবু, সাব্বির হোসেন, নাসির, কাদের, আসাদ শেখ, আবু সুফিয়ান, শাহিন, জিলুর, রাকিব, সাইদ, সাব্বির, কাইয়ুম, তৌফিকসহ অর্ধশতাধিক বন্ধুরা।