স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দের সাথে ইন্ডিয়ার রিলা হাসপাতালের কর্তৃপক্ষের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে শহরের কোরাইশী ফুড পার্কের কনফারেন্স রুমে এমআর হেলথ ট্রিপের আয়োজনে এমআর হেলথ ট্রিপের চেয়ারম্যান মশিউর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। এ সময় তিনি বলেন, ইন্ডিয়ান রিলা হাসপাতাল একটি ব্যতিক্রম সেবামূলক প্রতিষ্ঠান। এখানে চিকিৎসকরা অতি আন্তরিকতার সাথে সেবা প্রদান করেন। আমাদের বাংলাদেশের রোগীরা কোন ভোগান্তি ছাড়াই সহজে সেবা পান সেটা দেখভালের জন্য কর্তৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করেন। রিলা হাসপাতালের জোনাল হেড বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং কর্মকর্তা সৌরভ সাহা হাসপাতালের গুনগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, এমআর ট্রিপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মিজানুর রহমান রিগান, জেলা দুর্নীতিদমন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান মুকুল, সহ সভাপতি পুলক কুমার পাল, কেএম মোজাহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়ের, আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, নাজমুল ইসলাম, মোঃ ফজলুর রহমান, তপন কুমার, আসাদুজ্জামান, গোলাম ইয়াছিন, আব্দুস ছালাম, রেজাউলাহ, রবিউল ইসলাম, সুতপা রাহা টুম্পা, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এছাড়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এমআর হেলথ ট্রিপের জেনারেল ম্যানেজার শাহা কামাল মিথুন। মত বিনিময় শেষে ইন্ডিয়ান রিলা হাসপাতালের উদ্যোগে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।