স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ওয়ারেন্ট ভূক্ত ১ আসামীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টায় ৪০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যু আসামী আশাশুনি উপজেলার সোনাতনকাটি গ্রামের মৃত্যু তাহের সরদারের পুত্র বৃদ্ধা সোলাইমান সরদার (৮০)। তার বড় পুত্র জানান বুধবার রাতে তার পিতা সহ দুই ভাইকে একটি মামলায় আটক করে আশাশুনি থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টায় খবর পায় বাবা হাসপাতালে মারা গেছে। আশাশুনি থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম দৃষ্টিপাতকে জানান তিনি ওয়ারেন্ট আসামী ছিলেন। রাতে তাকে আটক করা হয়। তিনি সম্পন্ন সুস্থ ছিলেন। সকালে তাকে আদালতে পাঠানো হয়। পরবর্তীতে তার মৃত্যুর খবর পাই। কোর্ট পুলিশ পরিদর্শক শেখ মাহমুদ হোসেন জানান, তিনি কোর্ট হাজতে অসুস্থ হয়ে পড়ে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে এসেছি। বিধি অনুযায়ী লাশ মর্গে প্রেরণ করা হবে।