স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গ্রাফিক্স জোনের উদ্বোধন হয়েছে। গ্রাফিক্স জোনের মাধ্যমে শুরু হোক আপনার ফিন্যান্সিং ক্যারিয়ার এই প্রতিপাদকে সামনে নিয়ে গতকাল বেলা ১১ টায় শহরের ফুড অফিস মোড়ে জেলা সমবায় অফিসের সামনে ফিতা কেটে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গ্রাফিক্স জোনের উদ্বোধন করেন মোঃ নজরুল ইসলাম এবং মোঃ আমির আলী গাজী। এসময় প্রশিক্ষক বৃন্দ সহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। উলে−খ্য গ্রাফিক্স জোনে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে দক্ষ ও অভিজ্ঞ ট্রেইনার দিয়ে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মোশন গ্রাফিক্স, টুডি থ্রিডি ইন্টেরিয়র ডিজাইন। শুধু তাই নয় এখানে স্টুডেন্টদের জন্য পৃথক পৃথক কম্পিউটারের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।