মীর আবুবকর \ সাতক্ষীরায় কোভিট-১৯ নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও জানা অজানা রোগ সম্পর্কে প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রোমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত তিনি বলেন, মহামারি করোনা থেকে বাংলাদেশ ও বিশ্ব বেশ নিরাপদ রয়েছে। কিন্তু সম্প্রতিকালে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে। এমনকি নতুন ধরনের সংক্রমণ নিয়ে করোনা বিস্তার করছে। আমাদের হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু কাপড় ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, শরীরে জ্বর অনুভব করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। গণপরিবহন বাজার ও জনসমাগমের স্থানে মাস্ক পরিধান করবেন। সকলে সচেতন হলে মহামারি করোনা থেকে রক্ষা পাবে বাংলাদেশসহ বিশ্ব। সকলের টিকা গ্রহণ করুন সুরক্ষিত থাকুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলার ইপিআ সুপার সৈয়দ মিজানুর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক জগদিশ চন্দ্র হালদার, এমটিপিটিআই মেহেদি হাসান তপু, ফারুক হোসেন, মহিবুর রহমান, পরিসংখ্যান বীদ সুদীপ দে, প্রোগ্রাম অর্গানাইজার উজ্জল পাল, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক গাজী মমিন উদ্দিন, উত্তরণের সহকারী পরিচালক মনির ইসলাম, সুশীলনের এস এম জাবেদ সহ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন।