স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে চেক প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় শহরের খান মার্কেটে বাকশিশ কার্যালয়ে জেলা কলেজ শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ শফিকুজ্জামান, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মুবাশেরুল হক জ্যোতি, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যাপক পবিন মোহন দাশ, কলেজ শিক্ষক কর্মচারী ইউনিয়নের অর্থ সম্পাদক হারুন অর রশিদ বকুল, দপ্তর সম্পাদক অমিত কুমার চক্রবর্তী, অত্যন্ত আনন্দঘন পরিবেশে অবসর প্রাপ্ত ১৪ জন শিক্ষকের মাঝে প্রায় ১০ লক্ষ টাকা চেক প্রদান করা হয়।