শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে -এমপি রশীদুজ্জামান কয়রার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন কেশবপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত খুলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নগরঘাটায় খাদ্যের সাথে চেতনাশক ঔষধ মিশিয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত বাংলাদেশ স্বাধীনের জন্য মুজিবনগর সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের সাতক্ষীরায় অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান শ্যামনগর প্রেমিকার ওপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা

সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত, জনজীবনে স্বস্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

দৃষ্টিপাত রিপোর্ট \ দীর্ঘ সময়ের ভয়াবহ তাপদাহ আর জ্যৈষ্ঠের খরতাপে পুড়তে থাকা সাতক্ষীরার পথ প্রান্তরে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। শহর হতে গ্রাম সর্বত্র বইছে স্বস্তির সুবাতাস। জ্যৈষ্ঠের ফলপাকানো গরম মানুষকে স্পর্শ করে তাপদাহ দ্বিগুন করেছিল। জনজীবন হাঁসফ্যাস হয়ে ওঠে কোথাও স্বস্তি মিলছিল না। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং সব মিলে এক অস্থির পরিবেশের অবতরনা ঘটে। প্রত্যাশা ছিল বৃষ্টির সেই কাঙ্খিত বৃষ্টি গতকাল বিকাল সাড়ে পাঁচটার দিকে শুরু হয়। কখনও ঝিমঝিম আবার মুষলধারে নামে বৃষ্টি প্রবাহ। বিকাল পাঁচটার দিকে পশ্চিম আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, মৃদুমন্দ ঠাণ্ডা হাওয়া বইতে থাকে, অন্তত মিনিট দশ দমকা হাওয়া ও প্রবাহমান থাকে। শুরু হয় অতি অপরিহার্য বৃষ্টি। রহমতের বৃষ্টিতে মুহুর্তে দেহমনে বয়ে যায় প্রশান্তির ছোয়া, প্রায় দুই ঘন্টা একটানা বৃষ্টিতে শুকিয়ে যাওয়া খানা খোন্দক, জলাশয়, পুকুর ভরে ওঠে। বাড়ীর উঠানে পানি জমে যায়, পানি নিষ্কাষনের প্রতিবন্ধকতা হেতু জলাবদ্ধতারও সৃষ্টি হতে দেখা গেছে। সাতক্ষীরার সামগ্রীক বাস্তবতায় বৃষ্টিহীনতার কারনে শুধুমাত্র জনজীবনে অস্থিরতা বা অস্বস্তি বিরাজ করছিল তা নয় উৎপাদন ব্যবস্থায় গতিহীনতা পরিলক্ষিত হয়। বিশেষ করে রবি শষ্য, কাটা খন্দ ও সবজি বাগান শুকিয়ে যাচ্ছিলো। কৃষকের পরিশ্রমের প্রসূতি সবজি ক্ষেত পানির অভাবে ফলন না দিয়ে হলুদাভাব ধারন করে। সেচের মাধ্যমে কৃষকরা সবজি সহ রবিশস্য ক্ষেত সতেজ রাখার চেষ্টা করলেও ঘন ঘন লোডশেডিং এর কারনে প্রয়োজনীয় পানি পাচ্ছিলো না। কৃষির পাশাপাশি চিংড়ী ঘের গুলোর অবস্থা ছিল মৃত প্রায়। লাখ লাখ টাকার বিনিয়োগ করা চিংড়ী পানি হীনতায় মৃত্যু মুখে পতিত হচ্ছিল চিংড়ী লবনাক্ত পানির জন্য সহনীয় হলেও বৃষ্টির পানির অভাব হেতু ঘেরের পানি অসহনীয় লবনাক্ত হয়ে পড়ে। সাতক্ষীরার বিপুল সংখ্যক সাদা মাছের হ্যাচারীতে, জলাশয়ে ও পুকুরে সাদা প্রজাতির মাছ চাষ হয়। বৃষ্টির অভাবে এবং প্রচন্ড গরমে সাদা মাছ উৎপাদনে ছন্দ পতন ঘটে। যতই গরম পড়–ক বৃষ্টিতে আবহাওয়া সহনীয় হবেই যেমনটি বর্তমানে চলমান। প্রচন্ড গরমে জনসাধারন ঘর হতে বের হতে পাচ্ছিলো না শান্তির বৃষ্টিপাত সেই বের না হওয়ার পথ রুদ্ধ করেছে। গুমোট আর অস্বস্থিকর পরিস্থিতির যবনিকাপাত ঘটেছে প্রত্যাশার বৃষ্টিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com