স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কামালনগর কবরস্থানের জমি ক্রয়ের জন্য সম্মানিত ইমাম, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কামালনগর কবরস্থান মসজিদ কমিটির উদ্যোগে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, দৃষ্টিপাত সম্পাদক ও নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাইফুলাহ, কামালনগর জামে মসজিদের ইমাম মাওলানা আমির হুসাইন, বড় বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল খালেক, মাওলানা মাহমুদুল হাসান। বক্তারা বলেন, ধনী হোক গরীব হোক প্রত্যেকের একদিন মৃত্যুবরন করতে হবে। মৃত্যুর পরে দাফন করা প্রত্যেক মুসলমানদের ধর্মীয় বিধান। ধনী গরীব সকলের জন্য মৃত্যুর পরে দাফনের ক্ষেত্রে সমপরিমান জায়গা দরকার। সাতক্ষীরা একটি অতি জনবসতিপূর্ণ শহর। এখানে জনসংখ্যার তুলনায় কবরস্থানের জায়গা কম। কামালনগর সরকারী কবরস্থানটি শহরের প্রাণকেন্দ্র হওয়ায় দাফনের ক্ষেত্রে জায়গা সংকুলন হওয়া কঠিন হয়ে পড়েছে। এই কবর স্থানের জায়গা ক্রয়ের জন্য কবরস্থান মসজিদ কমিটি একটি মহতি উদ্যোগ গ্রহন করেছে। ইহকাল ও পরকালের কথা চিন্তা করে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার মানুষকে কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য এগিয়ে আসার আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা মনিরুল ইসলাম, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা আবু দাউদ, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা নুর উলাহ, জেলা নাগরিক কমিটির সহসভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, পৌর কাউন্সিলর মাহমুদ পাপা, শফিক-উদ-দৌলা সাগর, আনোয়ার হোসেন মিলন, কায়সারুজ্জামান হিমেল, শফিকুল আলম বাবু, মারুফ হাসান ও আইনুল ইসলাম নান্টা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল খালেক প্রমুখ। এছাড়া বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, সুধীজনরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কামালনগর কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াছিন আলম খান।