শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

সাতক্ষীরায় কালিপূজা কে কেন্দ্র করে সভাপতি সম্পাদককে কুপিয়ে জখম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কালিপূজা কে কেন্দ্র করে দুই জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ঐ গ্রামের গোবিন্দ লাল মাখাল উলে­খ করে পৌরসভার বাগবাটি কালিমন্দিরে দীর্ঘদিন দৌলতপুর, বাগবাটি ও বাশতলা তিন গ্রামের ২০০শত পরিবার এক স্থানে কালিপূজা দিয়ে থাকেন। তিন এলাকার মাতব্বরদের সাথে আলাপ আলোচনা করে প্রতিবছর পূজা সম্পন্ন হয়। কিন্তু মঙ্গলবার কোন প্রকার আলাপ আলোচনা ছাড়া পূজার আনুষ্ঠানিক শুরু করলে এসময় সৃষ্টপদ মাখাল পুত্র মন্দির কমিটির সভাপতি সুভাষ মাখাল ও সাধারন সম্পাদক গোবিন্দ মাখাল পুত্র তপন মাখাল জিজ্ঞাসা বাদ করলে ঐ গ্রামের অলকেশ সরকার, লক্ষন চন্দ্র, শিবু সরকার, প্রভাষ সরকার, নিতাই চন্দ্র সরকার, শুক মন্ডল সহ আরো অজ্ঞাত নামা ১৫/১৭ জন পরিতক্ত ভাবে উক্ত ব্যক্তিরা সন্ত্রাসী কায়দায় দা, লোহার রড, জিআই পাইপ, বাশের লাঠি নিয়ে মন্ডপের মাঠে সভাপতি ও সাধারন সম্পাদকের উপর হামলা করে। এসময় আসামীরা তপন মাখাল মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে ঘাড়ে লেগে জখম হয়। অনুরুপ সুভাষ মাখাল মাথায় জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। এসময় তাদের হাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগীরা প্রতিপক্ষদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com