সাতক্ষীরা খ্রীষ্টরাজের গীর্জায় খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। সোমবার রাত্র ১২টা ১ মিনিটে সাতক্ষীরার প্রধান গীর্জায় আনুষ্ঠানিক ভাবে প্রভু যীশুর জন্মদিনের কেক কেটে বড় দিনের শুভ উদ্বোধন করেন গীর্জার পালক পুরোহিত ফাদার লরেন্স ভালোত্তী। অতঃপর একই ভাবে পালক পুরোহিতের পৌরহিত্যে বড় দিনের মূল উপাসনা খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রীষ্টযাগ শেষে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন বড়দিন ও নব-বর্ষ উদযাপন কমিটির সভাপতি হেনরী সরদার। গীর্জা শেষে গীর্জার চত্বরে নগর কীত্তনে মিলিত হয় ভক্ত জনগন। সে সময় সকলকে কেক বিতরন করা হয়। আজ সন্ধ্যায় গীর্জার সম্মুখস্থ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানাগেছে।-প্রেস বিজ্ঞপ্তি