স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ৫৫তম বার্ষিক সাধারন সভা ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় ব্যাংক চত্বরে সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হেনরী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো: কারিমুল হক। তিনি বলেন, সমবায় সমিতি সরকারী নির্দেশনা মোতাবেক চলে। সমবায়ের কল্যানে আইন করা হয়েছে। এই আইনের আলোকে আমাদেরকে চলতে হবে। সকলের সহযোগিতা থাকলে এই ব্যাংকের সুন্দর ভবন তৈরি করা সম্ভব। তিনি আরও বলেন, যে কোন প্রতিষ্ঠান চালাতে অর্থের প্রয়োজন। নতুন ভবন ভাড়ার মাধ্যমে আর্থিক ভাবে সঞ্চয় করা সম্ভব হবে। এই ব্যাংক আরও যাতে সচল হতে পারে সেজন্য আমাদেরকে আন্তরিক হতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সদস্য মো: মুনছুর আহমেদ, বাসুদেব মন্ডল, মুজিবর রহমান, সুনিল কুমার বৈদ্য, আব্দুল লতিফ প্রমুখ। এছাড়া সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সমবায় বৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মো: শহীদুল্লাহ হারেজ।