সাতক্ষীরায় জেলার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ
স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, এসপিপি, এনডিইউ, পিএসসি। তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীর একার পক্ষে সবকিছু মোকাবেলা করা সম্ভব নয়। বিদ্যমান পরিস্থিতিতে সকলকে এগিয়ে আসতে হবে। সকলে মিলে দেশকে গড়তে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা সমাজকে গড়ে তুলবেন। তিনি আরও বলেন সাতক্ষীরায় আর কোন বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। সকলে মিলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। সকলে মিলে সুন্দর দেশ গড়তে পারি এটাই আমাদের কাম্য। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল মোঃ মহিউদ্দীন, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, লে. কর্ণেল মোঃ আশরাফুল হক, লে. কর্ণেল আরিফ, লে. কর্নেল সারাহ। মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন র্যাবের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সাল, পৌর মেয়র আলহাজ¦ তাসকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলী, যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা জাতীয়পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা জামায়াতের আমীর মুহাদ্দেস রবিউল বাসার, সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ একেএম রেজাউল করিম, সেক্রেটারী প্রভাষক কাজী ওয়েজকুরনী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, পূজা উদযাপন পরিষদের সাঃ সম্পাদক বিশ^নাথ ঘোষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক বখতিয়ার হোসেন, রনি, হাফিজ প্রমুখ। এছাড়া সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সকল থানা অফিসার ইনচার্জবৃন্দ, র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আনসার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ আব্দুল হাদী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ঞুপদ পাল।