স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কোরাইশী ফুডপার্কের উদ্বোধন হয়েছে। গতকাল বিকালে শহরের পলাশপোল গার্লস স্কুল ব্রীজের পশ্চিম পাশে ফিতা কেটে অভিজাত ফুড পার্কের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কোরাইশী ফুড পার্কের স্বত্ত¡াধীকারি নাছিম হোসেন কোরাইশীর সার্বিক তত্ত¡াবধায়নে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডবলু, জাহান প্রিন্ট প্রেসের স্বত্ত¡াধিকারী আবু শোয়েব এবেল, শামীম হোসেন কোরাইশী, যুবনেতা মীর মহিতুল আলম, মীর আজাহার আলী, শাহীন সহ অপরাপর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উলেখ্য এখানে সকল প্রকারের উন্নতমানের খাবার পাওয়া যাবে।