স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় কয়েক দিনের ব্যবধানে আবারও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি গতকাল রাত ৩ টায় সদর উপজেলার লাবসা পূর্বপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ নাসিমের বাড়িতে ঘটে। ব্যবসায়ী নাসিম জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রাতে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩ টায় দক্ষিণ-পূর্বে প্রাচীর টপকিয়ে ৮/৯ জন ডাকাত সদস্য বাসায় প্রবেশ করে।তারা গ্রিল কেটে ভিতরে ঢুকে তাকে হাতমুখ বেঁধে একটি ঘরে আটকে রাখে। পরে তারা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তিনি আরো বলেন, ডাকাত সদস্যরা প্রায় এক ঘন্টা ঘরের মধ্যে অবস্থান করে। তাদের সকলের মুখে মাস্ক পড়া ছিল। তারা যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিক্স নিয়ে গেছে। পরবর্তীতে ৯৯৯কল দিলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সরেজমিনে পরিদর্শন করে যান। সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ সার্বিক খোঁজখবর নিয়ে এসেছে। ডাকাতের ঘটনায় ভুক্তভোগী কোন অভিযোগ দেয়নি। তবে পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে চেষ্টা করে যাচ্ছে। উল্লেখ্য সম্প্রতি এই বাড়ির পার্শ্ববর্তী গ্রামে যোগরাজপুরে কয়েকদিন আগে এমন ডাকাতের ঘটনা ঘটেছিল।