শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

সাতক্ষীরায় খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্ধোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে গতকাল বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত কহিনূর ইসলাম, সদর সরকারি কমিশনার ভূমি অতিশ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানাজি, আব্দুল আলিম, এস এম ইকবাল আহমেদ, মোঃ জাহিদ হক শেখ, সহ সদর উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকার কৃষি অফিসার বৃন্দ। এসময় ক্ষুদ্র-প্রান্তিক ২০০০ চাষিদের মধ্যে বিজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা অতিঃ কৃষি অফিসার প্লবণী সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com