স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে গতকাল বিকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সরকার সারাদেশে বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দূরে রাখার চেষ্টা করছে। তাদের আশা কখনো পুরন হবে না। এখন বিএনপির কর্মীরা হামলা মামলার ভয় পান না। সরকার কে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সকল দিধা দন্দ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য ডা: শহীদুল আলম, কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম, জেলা বিএনপির যুগ্মআহবায়ক শেখ তরিকুল হাসান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়। এসময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।