মীর আবু বকর ॥ সাতক্ষীরায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসে একটি বিভীষিকাময় দিন ২৫ মার্চ। ঐদিন মধ্যরাতে পাকিস্তান হানাদার বাহিনী পরিকল্পিতভাবে অপারেশন সার্চলাইট নামে বাঙালি জাতির উপরে হামলা চালায়। তারা একই সময়ে সারাদেশে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়। হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে গণহত্যা স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। বাঙালি জাতিকে আর পিছে ফিরে যাওয়ার সময় নয় সামনে এগিয়ে যেতে হবে। সাতক্ষীরা দীনেশ কর্মকারের বাড়ি বদ্ধভূমি স্থাপন করা হবে। সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে সারাদেশে একটি প্রকল্পের মাধ্যমে পাঁচটি বধ্যভূমি নির্মাণ করা হবে। তারমধ্যে সর্ববৃহৎ বধ্যভূমি হবে সাতক্ষীরায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। বক্তব্য রাখেন সাবেক কমান্ডার শফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুবাস সরকার,সাবেক কমান্ডার বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন, অতিঃ জেলা প্রশাসক সার্বিক মোঃ সরোয়ার হোসেন, অতিঃ জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামিম ভুইয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ হাশেম আলী, জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, উদিচির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে গণহত্যা দিবসের নির্ধারিত স্থান দিনেশ কর্মকার বাড়িতে পুস্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার মোঃ মোশাররফ হোসেন মশু সহ বীর মুক্তিযোদ্ধারা, সাতক্ষীরা পৌরসভার পক্ষে নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম সহ কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ হাশেম আলী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধাঃ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।