চীফ রিপোর্টার : সাতক্ষীরায় লাম্পিস্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ফ্রি মেডিকেল ক্যাম্প ও জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল ছুটির দিনে সকাল থেকে দিনভর শহরের ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ঘোনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে খামারে গিয়ে এলএসডি রোগ প্রতিরোধে পরামর্শ প্রদান করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: নাজমুস সাকিব ও উপজেলা ভেটেরিনারী সার্জন ডা: তাহমিদ আহমেদ ইমতিয়াজ। এসময় খামারীদের নিয়ে উঠান বৈঠক করা হয়। পরে এলএসডি প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক লিফলেট প্রদান করেন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: নাজমুস সাকিব বলেন, গরুর গায়ে গোটি গোটি রোগ দেখা মাত্র আমাদের জানাতে হবে। লক্ষ রাখবেন পশুর খাবার চাহিদা যেন না কমে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আমাদের পাশ্বে থাকবে। সকলের সহযোগিতা থাকলে এলএসডি প্রতিরোধ করা সম্ভব হবে।