স্টাফ রিপোর্টার ঃ “রাখে আলাহ মারে কে” চিরন্তন সত্য কথাটি আবারও দৃষ্টান্ত হয়ে থাকলো। বলছি এক গাছীর কথা। তবে সে এখন গাছ থেকে পড়ে দুই পা ও মাজা ভেঙ্গে যন্ত্রনায় সদর হাসপাতালে কাতরাচ্ছে। গুরুত্বর আহত শহরের উত্তর কাটিয়া গ্রামের মুনসুর আলীর পুত্র ভ্যানচালক জাহিদুল ইসলাম (৩২)। প্রতিদিন কিছু সময় ভ্যান চালিয়ে বিরতি দিয়ে গ্রামে গাছ ঝোড়েন। জানাগেছে, গতকাল বেলা ১১টায় জাহিদুল ভ্যান রেখে উত্তর আবুল কাশেমের দেবদার গাছ ছাটতে যায়। সে গাছে উঠে ডাল/পালা ছাটতে ছাটতে ৩০/৪০ ফুট উপরে উঠে যায়। এক পর্যায়ে অসাবধানতা বসত পা পিছলে মাটিতে পড়ে যায়। তাকে মুমূর্ষ অবস্থায় দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার ২ পা ও মাজার হাড় ভেঙ্গে গেছে। দিন মুজুর জাহিদুল ২ সন্তানের জনক। তার তেমন কোন টাকা এমনকি নিজস্ব জমিও নেই। যন্ত্রণায় সে ছটফট করছে। তার চিকিৎসার সহায়তা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন পরিবারের সদস্যরা।