স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় গুনগত মানসম্পন্ন ঔষধি উদ্ভিদ, নিরাপদ ইউনানী ঔষধ উৎপাদনের প্রধান শর্ত শীর্ষক কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি আয়োজনে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ডঃ সাঈদ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ঔষধ প্রশাসনের তত্ত¡াবধায়ক মীর আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, হারবাল প্রডাক্টের সাধারন সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল। বক্তারা বলেন, ইউনানী চিকিৎসা পৃথিবীর প্রাচীনতম একটি পদ্ধতি। ইউনানী চিকিৎসার কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ইউনানী ঔষধ বাংলাদেশ ঔষধ সেক্টরে একটি শক্ত অবস্থান করে নিয়েছে। করোনা সংক্রমনে পৃথিবী লন্ডভন্ড, যখন করোনা ভাইরাসের কোন ঔষধ আবিস্কৃত হয়নি তখন ইউনানী তথা ভেষজ চিকিৎসাই একমাত্র ভরসা ছিল। দারুচিনি, এলাচ, লবঙ্গ, লেবু মিশ্রিত গরম পানিতে ভ্যাপ নিয়ে অনেকে করোনাকে প্রতিহত করেছেন যা ইউনানী ঔষধের একমাত্র উপাদান। ইউনানী ঔষধ দামেও সাশ্রয় গুনগত মান অনেক ভাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানী ঐষধ শিল্প সমিতির সাধারন সম্পাদক ফারুক হোসেন, ইবনে হায়সাম ল্যাবরেটরীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন বাদর, বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটির সাধারন সম্পাদক হাকীম মোঃ রেজাউল করিম, বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটির সহসভাপতি এবং আশরাফুল ল্যাবরেটরীজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাকীম আশরাফুল ইসলাম লিটন, বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটির সহসভাপতি মুন্সি দারুল ইসলাম। হাকীম মোঃ আনোয়ারুল আলম ভুইয়া, অধ্যাপক গোলাম হাসান, মাহামুদুল হাসান, রফিকুল ইসলাম, ইয়াকুব আলী, মনিররুজ্জামান মনি প্রমুখ। কর্মশালা শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএম আমিরুল ইসলাম।