স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরা সেঞ্চুরি কমিউনিটি সেন্টার এন্ড কনফারেন্স হল রুমে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি জেলার নব নির্বাচিত সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও খুলনা জেলার সভাপতি এস এম সৈয়দ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের খুলনা জেলার সাধারন সম্পাদক নাছির উদ্দীন, সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, আই পি পি রোটারী ক্লাব সাতক্ষীরা ও জেলা কমিটির উপদেষ্টা শফিউল আলম, দেবহাটা উপজেলা কমিটির সাবেক সভাপতি এম এ সবুর। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেলার সাধারন সম্পাদক আব্দুল গফফার, পাটকেলঘাটার সভাপতি হাদিউজ্জামান, কলারোয়ার সভাপতি নজরুল ইসলাম, তালার সভাপতি মিজানুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি আলমঙ্গীর হোসেন, সহ-সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক এম এ হাসান, পৌর কমিটির সভাপতি রেজাউল ইসলাম ও সাধারন সম্পাদক আল আমিন, জেলা সদস্য মফিজুল ইসলাম, লাবসা ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, মেডিনোভা পরিচালক আফতাবুজ্জামান সোহাগ। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি হাবিবুর রহমান ও আমরাফ হোসেন বাবু, সহ সম্পাদক নান্টু পদ পাল ও অনির্বান সরকার, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মজুমদার, সদস্য রফিকুল ইসলাম, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন ঢালী, প্রচার সম্পাদক প্রশান্ত কুমার ঢালী সহ জেলা, সদর উপজেলা ও পৌর নব নির্বাচিত কমিটির সকল গ্রাম ডাক্তারবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম ডাঃ সাংবাদিক আব্দুলাহ আল মামুন।