স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ঘনঘন লোডশেডিং ফলে জন জীবনে চরম বিপর্যয় ঘটেছে। গতকাল বাংলায় ২০ আষাঢ় একদিকে ভ্যাপসা গরম অন্য দিকে লোডশেডিং। হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় অফিসের কার্যক্রম পরিচালনা করতে দুর্ভোগ পোহাতে হয়েছে। শহরবাসী লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়ে। মিল কলকারখানা উৎপাদন কাজে চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বিদ্যুতের ঘনঘন লুকোচুরিতে দুর্ভোগের যেন শেষ ছিল না দিনটি। বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় যাহা ছাড়া বর্তমান সময়ে সব কিছু অচল। শিল্প উন্নয়ন এ যুগে সাতক্ষীরায় গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কলকারখানা। এসকল উৎপাদন কারখানায় যে ধরনের ম্যাশিং সেটি বিদ্যুৎ ছাড়া চালনা সম্ভব নয়, ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় অফিস ও কারখানায় কাজ সম্পাদন করতে বিড়ম্বনার শিকার হতে হয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে আজ ঘরে ঘরে বিদ্যু পৌছে গেছে। কিন্তু সঠিক ভাবে মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না। সাতক্ষীরা বিভিন্ন অফিস ও কারখানায় খোজ খবর নিয়ে জানাগেছে অফিস ও কারখানায় নির্দিষ্ট সময়ে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। সাতক্ষীরা বিদ্যুৎ নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ জানান চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না, যে কারনে লোডশেডিং হচ্ছে। দেশের অন্যান্য জেলা ও লোডশেডিং সমস্যা আছে। বিদ্যুৎ প্রয়োজন মত উৎপাদন হলে এ সমস্যা থাকবে না। কারখানা মালিক সহ সকল শ্রেনী পেশার ভুক্তভোগি মানুষের দাবি দ্রুত এ সমস্যার সমাধান করে প্রয়োজন মত বিদ্যুৎ সরবরাহ করা হোক।