স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় চা বিক্রেতা ইয়াছিন আলীর হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গত রবিবার গভীর রাতে ঘাতক জাকির হোসেন সদর থানা পুলিশের উপস্থিতিতে শহরের বাইপাস সড়কের খন্ডিত মস্তক ও নিথর দেহের উদ্ধারের মাঝ খান থেকে একটি ঝোপের মধ্য থেকে দা উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানাগেছে গতকাল ঘাতক আসামী জাকিরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সে হত্যাকান্ডের কথা আদালতে জবানবন্দি দিয়েছেন। সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন তারেক ফয়সাল ইবনে আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। উলেখ্য গত ৩১ আগষ্ট বাইপাস সড়কের জলাশয় থেকে চা বিক্রেতা নিথর দেহ উদ্ধার করে পুলিশ। তার ৫ দিন পর র্যাব-৬ ঘাতক আসামী জাকির কে আটক করে।