স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় চিকিৎসকদের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে গতকাল বেলা ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ওজি এসবি ও বাংলাদেশের সকল সোসাইটির চিকিৎসকবৃন্দের আয়োজনে মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: শংকর প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: রুহুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা: কাজী আরিফ আহমেদ, ডা: হরষিত চক্রবর্তী, ডা: প্রবীর কুমার দাশ, ডা: আবু সাঈদ শুভ, ডা: শরিফুল ইসলাম, ডা: ফারুকুজ্জামান, ডা: মিনহাজুল ইসলাম, ডা: নাজমুস সাকিব, ডা: মানস কুমার মন্ডল, ডা: তানভীর আহমেদ, ডা: সুব্রত ঘোষ, ডা: রাশিদুজ্জামান, ডা: সুমন কুমার দাশ, ডা: ফারহানা হোসেন, ডা: রহিমা খাতুন, ডা: রিফাত। বক্তারা বলেন, কুমিলার এক গৃহবধু দশ ঘন্টা নরমাল ডেলিভারীর চেষ্টায় ব্যর্থ হয়। পরে তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে পুনরায় নরমাল ডেলিভারীর জন্য পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের অনুরোধ করে। পরে চিকিৎসক ডা: মিলি, ডা: মুনা, ডা: শাহজাদী অস্বীকৃতি জানাই। পরিবারের দাবির প্রেক্ষিতে চিকিৎসকরা আপ্রান চেষ্টা করে নরমাল ডেলিভারী করে। ডেলিভারীর কয়েক ঘন্টা পর ঐ শিশু মারা যায়। এমনকি কয়দিন পরে ঐ গৃহবধু মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা তার পরিবারকে সমবেদনা জানাই। বক্তারা আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে কোন প্রকার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই এ তিন চিকিৎসক আটক করে কারাগারে প্রেরন করা হয়েছে। অথচ ঐ চিকিৎসকরা গৃহবধু ও বাচ্চাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে। চিকিৎসকরা কর্মক্ষেত্রে নিরাপত্তা পাচ্ছে না। শুধু তাই নই আইনগতভাবে চিকিৎসকরা সুরক্ষা পাচ্ছে না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। অনতিবিলম্বে ঐ তিন চিকিৎসককে মুক্তি দিতে হবে। আজও আগামীকাল সকল প্রাইভেট প্রাকটিস বন্ধ ঘোষনা করেন চিকিৎসক নেতৃবৃন্দ। এ সময় মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।