স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অভিনব কায়দায় মোবাইল চুরির মূল আসামীকে আটক করেছে পুলিশ। আটক গাইবান্ধা জেলার জোদ্দ কড়িশিং এলাকার আব্দুল মান্নানের পুত্র মো: নুর ইসলাম। গতকাল দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনস ড্রিল সেডে প্রেস ব্রিফিংয়ে অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজিব খান বলেন, সা¤প্রতিক সাতক্ষীরা শহরের সঙ্গীতা এলাকায় মোহাম্মাদিয়া টেলিকম দোকানে টিনের চাল কেটে রশি দিয়ে ভিতরে প্রবেশ করে ৩৭টি মোবাইল ফোন ও নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা চুরি করে সংঘবদ্ধ চোর চক্র। এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জয়পুরহাট পাঁচবিবি থানার ধরঞ্চি গ্রাম থেকে নূর ইসলামকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত ঘর থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার করে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান আমিন, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম, এস আই তন্ময় মহান্ত।