স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ছাদ থেকে পড়ে এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল সকাল সাড়ে ৯টায় শহরের পলাশপোল বউ বাজার এলাকার আজগর আলীর বাসায় ঘটে। নিহত সদরের খানপুর গ্রামের মৃত্যু মাওলা বক্স পুত্র আনারুল ইসলাম (৪৮)। জানাগেছে, প্রতিদিনের ন্যায় গতকাল আনারুল কাজ করছিল। হঠাৎ অসাবধানতা বসত পা পিছলে ২তলা ছাদের উপর থেকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতারে নিয়ে যায়। চিকিৎসক ভর্তি করে ওয়ার্ডে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যু খবর পেয়ে আত্মীয় স্বজন সদর হাসপাতালে ছুটে আছে। তাদের কান্নায় ভারী হয়ে উঠে পুরো হাসপাতাল এলাকা। পরে সরদ থানা পুলিশ সুরাত হাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।