স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। হিন্দু শাস্ত্র মতে প্রতিবছর বাংলা মাসের ১৭ আষাঢ় অথবা এর আগে পরে দিন জগন্নাথ তার ভাই বলদেব ও বোন সুভাদ্রা সহ স্বজনদের সাথে নিয়ে মাসীর বাড়িতে যান। এসময় কলী যুগের ভক্তদের উদ্ধারের জন্য কল্যানের বার্তা নিয়ে দুয়ারে দুয়ারে দর্শন দিয়ে সামীর বাসায় পৌছান। শাস্ত্রে আরো বলা হয়েছে যারা জগন্নাথ দেবের যাত্রায় দড়ি স্পর্শ করলে সে আর পূনঃজন্ম হবে না। চিরদিন সাধ গ্রহন করবে। ধর্মীয় রীতি অনুসরন করে সাতক্ষীরা কাটিয়া সার্বজনীন পূজা মন্ডপে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল ব্রহ্মারাজপুর রাধা গোবিন্দ মন্দির থেকে জগন্নাথ দেবের নিজ বাড়ি থেকে রথযাত্রা নিয়ে মাসির বাড়ি সাতক্ষীরা সদর কাটিয়া কর্মকার পাড়া পূজা মন্ডপে আসেন। জগন্নাথ এখানে ৯ দিন অবস্থান করবেন। প্রতিদিন দুপুরে ভক্তদের আহারের ব্যবস্থা থাকবে। সন্ধ্যায় ভগবাদ আলোচনা, সহ থাকবে ধর্মীয় আলোচনা। ৯ দিন পর জগন্নাথ তার স্বজনদের নিয়ে উল্টা রথে ফিরে যাবেন নিজের বাড়ি। গতকাল রথযাত্রায় উপস্থিত ছিলেন কাটিয়া সার্বজনীন মন্দিরের সভাপতি ও জেলা জুয়েলার্স সমিতির সভাপতি গৌর দত্ত, সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, সহ-সভাপতি শংকর রায় মন্দিরের সাধারন সম্পাদক কিরন্ময় সরকার, প্রশান্ত রায়, অসিম দত্ত, প্রশান্ত বিশ্বাস, সমির কুমার বসু, বিময় শ্যানাল, মন্দিরের সেবায়েত কালিদাশ দত্ত সহ হিন্দু স¤প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত রথযাত্রায় অংশ নেন।