মীর আবুবকর \ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহরের কাটিয়া সর্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে গতকাল দুপুরে মন্দির চত্বরে কমিটির উপদেষ্টা অধ্যাপক ভুধর চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাঃ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি অন্যতম উৎসব। প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে বহন করে রথ টানা হয়। ধর্মীয় অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে যোগদান করেন সনাতনীরা। বাংলাদেশের সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় সুবিধা ভোগ করছে। একটি সম্প্রদায় অন্য সম্প্রদায়ের ধর্মীয় কর্মকাণ্ডের বাধাগ্রস্থ করে না। আপনাদের ধর্ম উৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জুয়েলারি সমিতির সাঃ সম্পাদক মনোরঞ্জন কর্মকার, মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, পলাশপোল সর্বজনীন মন্দিরের সভাপতি সমীর কুমার বসু, দীনবন্ধু মিত্র, বলাই দে, কানাইলাল শাহ, প্রশান্ত কুমার গাইন, তপন কুমার, মন্দিরের সেবায়েত কালিপদ দত্ত সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে দুপুরে কয়েক হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যায় মন্ডপ চত্বরে হরিনাম সংকীর্তন, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত আলোচনা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্দিরের সহ-সভাপতি শংকর রায়।