স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জাতীয় কল্যান শিশু দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা মহিলা অধিদপ্তরের কার্যালয়ের হল রুমে জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ-জোহরা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার ওসিসি মো: আব্দুল হাই সিদ্দিক, শিশু বিষয়ক কার্যালয়ের অফিসার মো: রফিকুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সুলতানা রাজিয়া, মামুন মোল্লা, জাকির হোসেন, নুরিয়া নাজনিন, লৎফুন্নার বিথি বক্তব্য বলেন নারীদের পিছিয়ে ফেলা কোন কিছু করা সম্ভব নয়। পুরুষের পিছনে নারীরা সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারীদের আর অবজ্ঞা করার সুযোগ নেই। সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারী কাজ করে যাচ্ছে। নারীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। উন্নত জাতি গঠনের ক্ষেত্রে নারীদের ভূমিকা প্রশংসনিয়। সভাশেষে উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় সকল প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষক তাছরিনা খাতুন।