স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডাঃ আমানাত উলাহর সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আলম, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, জেলা স্যানেটারী ইন্সটেক্টর রথীন্দ্র নাথ সরকার, উজ্জ্বল কুমার পাল, সুদেব কুমার, ফাতেমাতুজ জোহরা, সহ সিভিল এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সপ্তাহ ব্যাপী পুষ্টির সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়নের জন্য বিস্তারিত আলোচনা করা হয়। এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।