মাসুদুর জামান সুমন/মীর আবু বকর ॥ সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান শিশুর মৃত্যুর ঝুঁকি কমান”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সিভিল সার্জনের আয়োজনে গতকাল বিকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার,ডাঃ ইসমত জাহান সুমনা, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ আবুল কাশেম, জেলা সেনেটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার, পরিসংখ্যানবিদ সুদেব কুমার দে প্রমুখ। সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম বলেন, শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। এতে শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। পাশাপাশি শিশুর রাতকানা ও অন্ধত্ব থেকে রক্ষা করে। শুধু তাই নয় শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান, অপরকে খাওয়ানোর জন্য উৎসাহিত করুন। একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে আপনার শিশুকে সুস্থ রাখতে হবে। এই লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের কোন বিকল্প নেই। এবার জেলার ৭ টি উপজেলা ২ পৌরসভা ও ৭৮ ইউনিয়নের ১৯৪১ টি কেন্দ্রে ২,৫৮,৫৭১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭৬৫৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩০৯১৫ জন শিশু। এ কাজ বাস্তবায়নের সহযোগিতা করবেন সরকারি স্বাস্থ্যকর্মী ১০১৩ জন এবং বেসরকারি স্বাস্থ্য কর্মী ৩৮৬৭ জন। আগামী ১ জুন সাতক্ষীরা সদর হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী।