শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৪ উদ্বোধন হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন কালে বলেন, প্রত্যেক শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। ভিটামিন এ শুধুমাত্র শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করে না, পাশাপাশি শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। শুধু তাই নয় শিশুর রাতকানা থেকে রক্ষা করে। ভিটামিন এ প্লাস শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান, অপরকে খাওয়ানোর জন্য উৎসাহিত করুন। একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে এবং আগামী প্রজন্মকে সুস্থ রাখতে আপনার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন, অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, সদর উপজেলার স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল,সদর হাসপাতালের আরএমও ডাঃ ফয়সাল আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, ডাঃ পার্থ কুমার,জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ( ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাশেম,(ই.পি.আই) শেখ মহিবুর রহমান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। উল্লেখ্য এবার জেলার ৭ টি উপজেলা ২ পৌরসভা ও ৭৮ ইউনিয়নের ১৯৪১ টি কেন্দ্রে ২,৫৮,৫৭১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো টার্গেট নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭৬৫৬ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩০৯১৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নির্ধারণ করা হয়। এই টার্গেট কে সফল করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও বেসরকারি স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com