স্টাফ রিপোর্টার ঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সাতক্ষীরায় জেলা মৎস্য অফিসের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় গতকাল জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বলেন, আজ সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে র্যালী পবরর্তী আলোচনা সভা অনুষ্টিত হবে। বেলা ১১টায় পৌরদীঘি সহ জেলা ও উপজেলায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মাছের পোনা অবমুক্ত করা হবে। বেলা সাড়ে ১১টায় মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি, সাফল্য ও প্রমান্য চলচ্চিত্র প্রদর্শনী। আগামীকাল সকাল ১০টার পর এলারচর চিংড়ী প্রদর্শনীতে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের মত বিনিময় সভা। মঙ্গলবার জেলার বিভিন্ন বাজারে চিংড়ী পুশ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বুধবার জেলা ও উপজেলা পর্যায়েঢ চাষীদের পরামর্শ প্রদান ও পুকুরে মাটি ও পানি পরীক্ষা, বৃহস্পতিবার মৎস্য বীজ উৎপাদন খামারে ভোগীদের প্রশিক্ষন ও বিভিন্ন উপকরন প্রদান করা হবে। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্টিত হবে। তিনি আরও বলেন, সাতক্ষীরায় মোট উৎপাদিত মাছের পরিমান ১৪৩৫৭০ মেট্রিক টন, জেলায় মাছের চাহিদা ৪৭৮২৭ মেট্রিক টন। উৎপাদনকৃত মাছের বাকি অংশ বাংলাদেশ সহ দেশের বাইরে রপ্তানী করা হয়। সাতক্ষীরায় সাদা মাছের পাশাপাশি কুচিয়া ও ককাড়া চাষ বেড়েছে। আমাদের উপকূলীয় মাছের চাষ বৃদ্ধি করতে হবে। সাতক্ষীরা সুস্বাদু মাছের চাহিদা সরাদেশ ব্যাপী। এখানে সুস্বাদু মাছের সুনাম ধরে রাখতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ হাদিউজ্জামান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইছাকআলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শফিকুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গন। এছাড়া জেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।