স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মো: আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণপদ পাল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ফিড ব্যবসায়ী আশরাফুল করিম ধনি, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, খামার পরিদর্শক মাহমুদুল হাসান, সহ মৎস্য বিভাগের কর্মকর্তা খামারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মূল্যায়নের জন্য চাষীদের পুরস্কৃত করা হয়।