” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট ) বেলা ১০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সপ্তাহ ব্যাপী এ মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম, এল্লারচর চিংড়ী চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নুরে আলম,উপজেলা সহকারি মৎস্য অফিসার মো. লুৎফর রহমান,, মৎস্য ব্যবসায়ী আশরাফুল কবির ধ্বনি প্রমুখ। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য ব্যবসায়ী ও চাষিগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম।